- কোনো মৌলের আইসোটোপগুলির পারমাণবিক সংখ্যা অর্থাৎ, প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ায় ভরসংখ্যা আলাদা হয়।
- এদের ইলেকট্রন বিন্যাস একইরকম হওয়ায় এদের রাসায়নিক ধর্ম এক হয়।
- এদের ইলেকট্রন বিন্যাস একইরকম হওয়ায় এদের যোজ্যতা সমান হয়।
- এদের ভৌত ধর্ম, যেমন- ঘনত্ব, ভর, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদি ভিন্ন হয়।
এই ব্লগটি সন্ধান করুন
রবিবার, ১১ জুলাই, ২০২১
পদার্থ (Matter) কাকে বলে?
বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
মোটা কাগজের ঠোঙা বানিয়ে জল রেখে আগুনে শিখায় ধরলে জল ফোটানো যাবে কি?
উত্তর:
রবিবার, ৪ জুলাই, ২০২১
বিকিরণ (Radiation) কাকে বলে? এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
- বিকীর্ণ তাপ, উৎস থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে।
- বিকীর্ণ তাপ মাধ্যমের মধ্য দিয়ে গতিশীল হওয়ার সময়ে মাধ্যমকে উত্তপ্ত করে না, কিন্তু যেসব বস্তু দ্বারা এটি বাধাপ্রাপ্ত হয় তাদেরকে উত্তপ্ত করে।
- বিকীর্ণ তাপ সরলরেখায় চলে।
- শূন্যস্থানে বিকীর্ণ তাপের বেগ শূন্যস্থানে আলোর বেগের (3×10 মি/সে) সমান।
- তাপ সঞ্চালনের দ্রুততম পদ্ধতি। বিকীর্ণ তাপ প্রতিফলন, প্রতিসরণ, ব্যস্তবর্গের সূত্র ইত্যাদি মান্য করে।
- বিকীর্ণ তাপ ফোটোগ্রাফিক প্লেটের ওপর ক্রিয়া করে।

বায়ুচলন (Ventilation) কী? পরিচলন স্রোতকে কাজে লাগিয়ে কীভাবে ঘরের বায়ুচলন অব্যাহত রাখা হয় ?
বায়ুচলন (Ventilation):
- পরিচলন পদ্ধতিতে মূলত তরল ও গ্যাসীয় পদার্থে তাপ সঞ্চালন হয়।
- এই পদ্ধতিতে তাপ চলাচলের জন্যজড় মাধ্যমের উপস্থিতি অপরিহার্য।
- এক্ষেত্রে তরল বা গ্যাসের অণুগুলি নিজেরাই স্থানচ্যুত হয়ে মাধ্যমের একস্থান থেকে অন্যত্র তাপ বহন করে নিয়ে যায়।
- এই প্রণালীতে তাপ শুধুমাত্র নীচ থেকে উপরের দিকে সঞ্চালিত হতে পারে— অন্য কোনো দিকে নয়।
- অভিকর্ষের অনুপস্থিতিতে বা অভিকর্ষহীন স্থানে এই প্রণালীতে তাপ সঞ্চালন সম্ভব নয়।
উদাহরণ : বিশুদ্ধ বরফ স্বাভাবিক বায়ুচাপে 0°C উষ্মতায় গলে জলে পরিণত হয়।
উদাহরণ : প্রমাণ বায়ুচাপে বিশুদ্ধ জল 100°C উষ্মতায় ফুটে বাষ্পে রূপান্তরিত হয়।
উদাহরণ : স্বাভাবিক বায়ুচাপে 100°C উষ্মতায় জলীয়বাষ্প ঘনীভূত হয়ে জলে রূপান্তরিত হয়।
উদাহরণ : স্বাভাবিক বায়ুচাপে বিশুদ্ধ জল 0°C উষ্মতায় জমে বরফ উৎপন্ন করে।
উদাহরণ : কর্পূর, নিশাদল, আয়োডিন, ন্যাপথলিন ইত্যাদির কঠিন থেকে বাষ্পে পরিবর্তন।
উদাহরণ : CO2 বাষ্প ঘনীভূত হয়ে শুষ্ক বরফ (CO2) উৎপাদন, কর্পূর, নিশাদল ইত্যাদির বাষ্প থেকে সরাসরি কঠিনে রূপান্তর।
কেটলির বাইরে থাকা বায়ু বা পরিবেশের উষ্ণতা কেটলির মধ্যে থাকা ফুটন্ত জলের উষ্ণতার তুলনায় অনেক কম। তাই স্টিম বর্ণহীন গ্যাসীয় পদার্থ হলেও কেটলি থেকে নির্গত হওয়ার পর আপেক্ষাকৃত শীতল বায়ুর সংস্পর্শে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি বাষ্পের সঙ্গে বায়ুতে ভাসমান অবস্থায় থাকে। এগুলির উপর সাদা আলো পড়ে প্রতিফলিত হয় বলে স্টিম সাদা দেখায়।
বস্তু দুটির উষ্ণতা আলাদা হবে। তার কারণ নিম্নরূপ : ধরা যাক, দুটি বস্তুরই ভর m, Q পরিমাণ তাপ দেওয়াতে বস্তু দুটির উন্নতা বৃদ্ধি হল t1°C ও t2°C এবং ওদের আপেক্ষিক তাপ যথাক্রমে s1, ও s2, । সুতরাং, প্রথম বস্তু কর্তৃক গৃহীত তাপ Q = ms1t1 এবং দ্বিতীয় বস্তু কর্তৃক গৃহীত তাপ Q = ms2t2 ।
অতএব, ms1t1= ms2t2 বা, s1/t1= s2t2
বা, s1/s2 = t2/t1
সুতরাং, উম্লতা বৃদ্ধি আপেক্ষিক তাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ, যে পদার্থের আপেক্ষিক তাপ বেশি, তার উয়তা বৃদ্ধি কম এবং যার আপেক্ষিক তাপ কম, তার উয়তা বৃদ্ধি বেশি হবে।
শুক্রবার, ২৫ জুন, ২০২১
ধাঁধাসম্ভার: ১ম ভাগ
১।
দুই হাত আছে তার- আরো আছে মুখ,
পা ছাড়াও জিনিসটার, মনে বড় সুখ।
উত্তর : ঘড়ি।
২।
জিনিসটার এমন কী গুণ
টাকা করে দেয় দ্বিগুণ?
উত্তর : আয়নার সামনে টাকা ধরুন।
৩।
ব্যবহারের আগে ভাঙতে হবে
বলুন দেখি উত্তরটা কী এবং ক’বে?
উত্তর : ডিম।
৪।
ঘাড় আছে, মাথা নেই
ভেতরেরটা পেয়ে গেলেই ফেলে দিই?
উত্তর : বোতল।
৫।
তোমাকে শুকিয়ে নিজে সে ভিজে
উত্তরটা বলো দেখি/ চেষ্টা করে নিজে?
উত্তর : টাওয়েল বা গামছা।
৬।
জিনিসটা একেবারেই তোমার/ অথচ ব্যবহার করে অন্যে, বারবার?
উত্তর : তোমার নাম।
৭।
সবাই তোমাকে ছেড়ে গেলেও সে যাবে না ছেড়ে
চেষ্টা করে বলো দেখি, উত্তর কে পারে?
উত্তর : তোমার ছায়া।
৮।
হাজার বছরের পুরোনো হয়েও বয়স তার এক মাস
আমাদের মাথার ওপরই জিনিসটার বাস?
উত্তর : চাঁদ।
শুক্রবার, ৪ জুন, ২০২১
জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে—এই ঘটনার দুটি করে সুবিধা ও অসুবিধা উল্লেখ করো।
সুতরাং, কেটলি কর্তৃক বর্জিত তাপ = m1s*(80–40) = 40m1s ক্যালোরি,
এবং জল কর্তৃক বর্জিত তাপ = m2s*(80–40) = 40m2s ক্যালোরি
এখানে 40 m1s ক্যালোরি ও 40m2s ক্যালোরি আলাদা আলাদা পরিমাণ তাপকে নির্দেশ করছে। সুতরাং, কেটলি ও জল কখনোই সমপরিমাণ তাপ বর্জন করবে না।
গলন ও কঠিনীভবনের ফলে আয়তনের কীরূপ পরিবর্তন হয় বোঝাও।
গলন ও কঠিনীভবনের ফলে আয়তনের কীরূপ পরিবর্তন হয় বোঝাও।
উত্তরঃ কঠিন থেকে তরলে পরিণত হলে অধিকাংশ পদার্থের আয়তন বেড়ে যায় এবং তরল থেকে কঠিন হলে আয়তন কমে যায়।
যেমন – মোম।
কিন্তু কিছু কিছু পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হলো আয়তন কমে যায় ও তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তন বেড়ে যায়।
যেমন— জল ।
হিমমিশ্র(Freezing mixture) কী? উদাহরণ দাও। এর কয়েকটি ব্যবহার লেখো।
হিমমিশ্র (Freezing mixture)
একাধিক পদার্থের উপযুক্ত মিশ্রণ ঘটিয়ে মিশ্রণের উপাদানগুলি অপেক্ষা অনেক নিম্ন উন্নতার সৃষ্টি করা সম্ভব। এই জাতীয় মিশ্রণগুলিকে সাধারণভাবে হিমমিশ্র বা Freezing mixture বলে অভিহিত করা হয়।
উদাহরণঃ বরফচূর্ণ ও খাদ্যলবণ 3 : 1 ওজন অনুপাতে মিশিয়ে হিমমিশ্র উৎপন্ন করা যায়, যার উষ্ণতা প্রায় – 23°C হয়।
বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
"হীরে চুম্বন করলে মানুষের মৃত্যু হয়" - এই কথাটি কতটা যুক্তিযুক্ত?
বুধবার, ২৬ মে, ২০২১
গুগল ড্রাইভ(Google Drive) কী? গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করব?
আসলে গুগল ড্রাইভ হলো গিয়ে গুগল প্রদত্ত অনলাইন স্টোরেজ, যেটা আপনার জিমেইলের সাথে সংশ্লিষ্ট থাকে। আমরা যখন Gmail এ নতুন মেইল আইডি খুলি তখন 15GB এর একটা অনলাইন স্টোরেজ ফ্রি দেওয়া হয় সেই অ্যাকাউন্টের সাথে, যেটা গুগল ড্রাইভ(Drive) হিসেবে আপনাকে আপনার ফোনে দেখাবে। এই ড্রাইভে আপনার ফোনের মিডিয়া অর্থাৎ, ছবি, ভিডিও ইত্যাদি রাখতে পারেন।
মোদ্দা কথা এই যে, এই 15GB আপনি ফ্রি পাচ্ছেন গুগলের তরফ থেকে যেখানে আপনি আপনার ফোনের জিনিসপত্র রাখতে পারছেন। গুগল ড্রাইভ ফোনের মেমোরি চুরি করে না, উপরন্তু একটা মেইল আইডির গুগল ড্রাইভ আপনার ফোনের মেমোরি 15GB বাড়িয়ে দেয়।
যেখানে অ্যাপলের আইফোন মাত্র 5 GB iCloud(অ্যাপলের অনলাইন স্টোরেজ) ফ্রি দেয়, সেখানে গুগল 15 GB ফ্রি দেয়। যদি আপনার 15GB এর বেশি দরকার হয়, আপনার ফোনের গুগল ড্রাইভ বা জিমেইল অ্যাপ্লিকেশনে আরেকটি জিমেইল অ্যাকাউন্ট যুক্ত করুন।
ফোনের ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনে দেখতে পারেন গুগল ড্রাইভের স্টোরেজ। লক্ষ্য করুন ফোনের ইন্টার্নাল স্টোরেজের পাশাপাশি আরও অনেকগুলো ড্রাইভের স্টোরেজ দেখাচ্ছে।
Featured Post
ব্রয়লার মুরগি কীভাবে তৈরি করা হয়?
উত্তর: এটি একপ্রকার সংকর জাতের মুরগি। করনিস জাতের পুরুষ মুরগির সঙ্গে সাদা প্লিমাউথ রক জাতের স্ত্রী মুরগির মিলনে ব্রয়লার মুরগি তৈরি করা হয়...

Popular Posts
-
তড়িৎ প্রবাহমাত্রা (Electric Current) তড়িৎচালক বলের প্রভাবে কোনাে পরিবাহীর মধ্য দিয়ে রক্ত ইলেকট্রনের নিরবচ্ছিন্ন প্রবাহই হল তড়িৎপ্রবাহ।...
-
উত্তর: থার্মোফ্লাস্ক (Thermoflask) একটি যন্ত্রব্যবস্থা, যার দ্বারা কোনো তরল পদার্থের উষ্ণতা দীর্ঘসময়ের জন্য অপরিবর্তিত রাখা যায়। বিশেষভাব...
-
উত্তর: বিকিরণ (Radiation): যে পদ্ধতিতে জড় মাধ্যমের সাহায্য ছাড়াই বা মাধ্যম থাকলেও সেই মাধ্যমকে উত্তপ্ত না করে তড়িৎচুম্বকীয় তরঙ্গরূপে এক ...