বায়ুর চাপ(Air Pressure):
কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের ওপর বায়ুমণ্ডল লম্বভাবে নিজ ওজনের সমান যে বল প্রয়োগ করে, তাকেই বায়ুর চাপ বলে।
অর্থাৎ বায়ুর চাপ = লম্বভাবে প্রযুক্ত বল÷ক্ষেত্রফল
প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ (Standard atmospheric pressure) : 45° অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে 0°C উয়তায় 76 সেমি উঁচু পারদস্তম্ভ যে চাপ প্রয়ােগ করে, তাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়।
প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান, P0= 76 cm পারদস্তম্ভের চাপ = (0.76 x 13.6 x 9.80) N/m² =1.013 x 105 Pascal(পাস্কাল)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন