উত্তরঃ
বাড়ির জল সরবরাহের ট্যাংক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয়, যাতে বাড়ির সমস্ত কলগুলি ট্যাংকের জলতলের চেয়ে কম উচ্চতায় থাকে। ফলে বাড়ির যে-কোনাে জায়গার কল খুললে সমােচ্চশীলতা ধর্মের জন্য ট্যাংকের জল কলের জলের উচ্চতায় আসতে চায় ও তীব্রবেগে পড়ে। এতে দৈনন্দিন কাজে সুবিধা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন