এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২৫ জুন, ২০২১

ধাঁধাসম্ভার: ১ম ভাগ

১।

দুই হাত আছে তার- আরো আছে মুখ, 

পা ছাড়াও জিনিসটার, মনে বড় সুখ। 

উত্তর : ঘড়ি।

২।

জিনিসটার এমন কী গুণ

টাকা করে দেয় দ্বিগুণ?

উত্তর : আয়নার সামনে টাকা ধরুন।

৩।

ব্যবহারের আগে ভাঙতে হবে

বলুন দেখি উত্তরটা কী এবং ক’বে?

উত্তর : ডিম।

৪।

 ঘাড় আছে, মাথা নেই

ভেতরেরটা পেয়ে গেলেই ফেলে দিই?

উত্তর : বোতল।

৫। 

তোমাকে শুকিয়ে নিজে সে ভিজে

উত্তরটা বলো দেখি/ চেষ্টা করে নিজে?

উত্তর : টাওয়েল বা গামছা।


৬।

জিনিসটা একেবারেই তোমার/ অথচ ব্যবহার করে অন্যে, বারবার?

উত্তর : তোমার নাম।

৭। 

সবাই তোমাকে ছেড়ে গেলেও সে যাবে না ছেড়ে

চেষ্টা করে বলো দেখি, উত্তর কে পারে?

উত্তর : তোমার ছায়া।

৮। 

হাজার বছরের পুরোনো হয়েও বয়স তার এক মাস

আমাদের মাথার ওপরই জিনিসটার বাস?

উত্তর : চাঁদ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

ব্রয়লার মুরগি কীভাবে তৈরি করা হয়?

উত্তর:  এটি একপ্রকার সংকর জাতের মুরগি। করনিস জাতের পুরুষ মুরগির সঙ্গে সাদা প্লিমাউথ রক জাতের স্ত্রী মুরগির মিলনে ব্রয়লার মুরগি তৈরি করা হয়...

Popular Posts