ধরুন আপনার কম্পিউটারে আপনি একটা একটা প্রিয় মুভি বা গেইম ডাউনলোড দিয়েছেন। ২০ মিনিট লাগবে সেটি শেষ হতে। কিন্তু আপনাকে এক্ষুনি বেরুতে হবে কয়েক ঘণ্টার জন্যে। আপনি চান ডাউনলোড শেষ হওয়ার পরেই যেন আপনার কম্পিউটার বন্ধ হয়ে যায়। কী করে করবেন? জেনে নিন এখানে ।
কম্পিউটারের স্টার্ট বাটনে ক্লিক করে cmd বা Command Prompt টাইপ করুন। একটি অ্যাপ্লিকেশন আসবে যাকে আমরা কমান্ড প্রম্প্ট বলি। (এখান থেকে কমান্ড প্রম্প্ট খুঁজে না পেলে, "C:\Windows\System32" ফোল্ডারে যান, সেখানে cmd/cmd.exe নামক অ্যাপ্লিকেশনটি থাকবে।)
এটি খুলে গেলে টাইপ করুন:
Shutdown /s /f /t 3600
- /s হলো Shutdown এর জন্যে। কম্পিউটার Restart করতে চাইলে /s এর পরিবর্তে /r দিতে হবে।
- /f দেওয়া হয় Force Shutdown এর জন্যে। অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশন খোলা থাকলে জোর করে সেগুলো বন্ধ করে কম্পিউটার নিজে বন্ধ হয়ে যাবে।
- /t হলো টাইম। যত সেকেন্ড পর আপনি বন্ধ করতে চান। এখানে 3600 সেকেন্ড দেওয়া আছে, মানে এক ঘন্টা। প্রয়োজন মতো আপনি এই সময়টি পরিবর্তন করতে পারেন।
Shutdown /s /f /t 3600 এই কমান্ডটি দেওয়া হলে, সেই কমান্ড প্রম্প্ট অ্যাপ্লিকেশনের মধ্যে একটি মেসেজ আসবে :
Shutdown হওয়ার আগে যদি আপনার কোনো কাজ থাকে তাহলে এই মেসেজটি 'Close' করুন এবং কাজ করতে থাকুন। অথবা ছেড়ে দিন। এক ঘন্টা পরে আপনার কম্পিউটার নিজে থেকে বন্ধ হয়ে যাবে।
কমান্ড প্রম্প্ট খোলার আরো কয়েকটি উপায় : 5 Ways to Open Command Prompt in Administrator Mode in Windows 10/8/7 | Working June 2019
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন