এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

ভারতীয় সেনা লঞ্চ করলো SAI নামক স্বদেশী মেসেজিং অ্যাপ্লিকেশন। ভারতীয় 'WhatsApp'

ভারতীয় 'WhatsApp' । ভারতীয় সেনা লঞ্চ করলো SAI নামক স্বদেশী মেসেজিং অ্যাপ্লিকেশন

  আত্মনির্ভর ভারতের দিকে আরেকটি ছোটো পদক্ষেপ। ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে একটি দেশীয় মেসেজিং অ্যাপ্লিকেশন তৈরী করে লঞ্চ করা হয়েছে। SAI বা 'Secure Application for the internet' নামের এই অ্যাপটি ভারতীয় সেনাবাহিনীর জন্যে হবে অনেক বেশি নিরাপদ। হোয়্যাট্সঅ্যাপের মতোই এই অ্যাপ দিয়ে ভয়েস, টেক্সট এমনি ভিডিও কলের মাধ্যমেও যোগাযোগ স্থাপন করা যাবে। আপাতত অ্যান্ড্রয়েড মোবাইলের জন্যে সাপোর্ট করবে এই অ্যাপ্লিকেশনটি এবং ভবিষ্যতে iOS বা অ্যাপেল ফোনের জন্যেও উপলব্ধ করা হবে, বৃহস্পতিবার সরকারি ভাবে প্রতিরক্ষামন্ত্রক ঘোষণা করেছে, এক সাংবাদিক সম্মেলনে।

Photo: SAI, "Indian WhatsApp"

"এই মডেলটি বাণিজ্যিক ভাবে উপলব্ধ মেসেজিং অ্যাপ্লিকেশন, হোয়্যাট্সঅ্যাপ, টেলিগ্রাম, সংবাদ, GIMS-এর মতোই এবং এখানেও end-to-end eccription প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। SAI অ্যাপ্লিকেশনটি স্থানীয় ইন-হাউস সার্ভার এবং কোডিং এর উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে, যা প্রয়োজন মতো পরিবর্তন করা যেতে পারে", বলে বিবৃতি দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

অ্যাপ্লিকেশনটির প্রয়োজনীয়তাঃ

ফেসবুক, টেলিগ্রাম, হোয়্যাট্সঅ্যাপ বা অন্যান্য মেসেজিং অ্যাপ্লিকেশন গুলো যে পুরোপুরি সুরক্ষিত নয় একথা ক্রমেই স্পষ্ট হয়ে আসছে। সেনাবাহিনীর বিভিন্ন সংবেদনশীল তথ্য ও  অভ্যন্তরীণ ডেটা এই সমস্ত অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো না কোনো ভাবে বাইরের জগতে ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ ছিলো। শুধু তাই নয় বছরের শুরুতে প্রায় ছিয়াশিটি অ্যাপ্লিকেশন ভারতীয়দের জন্যে ব্যান করে দেওয়া হয়। যদিও হোয়্যাট্সঅ্যাপ বা টেলিগ্রাম সেই বাতিল করে দেওয়া অ্যাপ্লিকেশনের মধ্যে ছিলো না, তবুও একটি নতুন স্বদেশী অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়ে পড়েছিলো। আর সেই প্রয়োজনীয়তার তাগিদ থেকেই এরকম একটি নিরাপদ আর সুরক্ষিত অ্যাপ্লিকেশনের জন্ম হয়েছে। আত্মনির্ভর ভারতের দিকে এই পদক্ষেপ বা প্রযুক্তিগত উন্নয়ন, ভারতীয়দের স্বনির্ভরতার একটি নিশ্চিতি প্রতীক।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক, কার্নেল সাই শংকরের ভূয়শী প্রশংসা করেছেন তাঁর দক্ষতা এবং এই মহান উদ্যোগকে সফলভাবে বাস্তবায়ন করার জন্যে। মন্ত্রক আরো জানিয়েছে, এই অ্যাপ্লিকেশনটি সারা ভারতবর্ষের সেনাবাহিনী কর্তৃক ব্যবহার করা হবে। পাশাপাশি একটা সফটওয়ার ডেভেলপ করা হবে যার মাধ্যমে আরও কয়েকটি সার্ভিস নিয়ন্ত্রণ করা হবে। সমস্ত ধরণের সেনাবাহিনীর প্রশাসনিক কাজকর্ম নিয়ন্ত্রণ, জরুরি নোটিশ জারি ইত্যাদির জন্যে সেই সফটওয়্যারটি ব্যবহৃত হবে।

অ্যাপ্লিকেশনটির কপিরাইট রক্ষার জন্যে IPR(Intellectual Property Rights)-এর কাজকর্ম শুরু হয়েছে NIC এর মাধ্যমে।

আরও কিছু জানতে চান? কমেন্ট করুন নীচে। আমরা হাজির হবো আপনার উত্তর নিয়ে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

ব্রয়লার মুরগি কীভাবে তৈরি করা হয়?

উত্তর:  এটি একপ্রকার সংকর জাতের মুরগি। করনিস জাতের পুরুষ মুরগির সঙ্গে সাদা প্লিমাউথ রক জাতের স্ত্রী মুরগির মিলনে ব্রয়লার মুরগি তৈরি করা হয়...

Popular Posts