এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

করোনার মধ্যে কিং খান যেভাবে জন্মদিন পালন করবেন

বাদশা শাহরুখ খান কীভাবে জন্মদিন পালন করবেন এই মহামারীর মধ্যে? 

বলিউডের কিং খানের জন্মদিন আসন্ন প্রায়। আগামী ২রা নভেম্বর ২০২০ শাহরুখ খান ৫৫( জন্ম ১৯৬৫, ২রা নভেম্বর) বছরের কোঠায় পা রাখবেন। এই জন্মদিনের প্ল্যান কি? বলিউডের রাজা কি নতুন কিছু করতে চলেছেন এবছর? মনে তো হচ্ছে তাই! 
Photo: Shahrukh Khan

কিং খান জন্মদিন পালনের আদেশ দিয়েছেন দূর থেকে। "ইস বার কা প্যার, থোডা দূর সে ইয়ার..." এমনটাই বললেন শাহরুখ খান।

করোনার প্রভাবে বিশ্বব্যাপী জনজীবন বিধ্বস্ত। সমস্ত কিছু উল্টে পাল্টে গেছে। যাকে বলে আপ সাইড ডাউন। এর মধ্যেই মানুষ নিজেদের জন জীবন চালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে, করোনার প্রভাব যথাসাধ্য এড়িয়ে।

এটা সর্বজনবিদীত, প্রত্যেক বছর বলিউডের বাদশার জন্মদিনে হাজার হাজার লোকে তাঁর মুম্বইয়ের বান্দ্রার বাড়ির সামনে হাজির হয় শাহরুখ খানের এক ঝলক দেখার জন্যে। শাহরুখ তার বাড়ির ছাদে দাঁড়িয়ে ফ্যানদের উদ্দেশে হাত নাড়িয়ে থাকেন এবং তাঁর বিখ্যাত পোজ় দিয়ে ভক্তদের মুগ্ধ করে দেন।
Photo: Shahrukh Khan

এবারে হয়তো তার ব্যতিক্রম ঘটতে চলেছে। #askSRK এর একটা টুইটার সিরিজে এক ফ্যান যখন জানতে চাই, শাহরুখ খানের জন্মদিন পালনের প্ল্যানের কথা, শাহরুখ তাঁর বাড়ির সামনে সবাইকে আসতে বারণ করে দিয়েছেন, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যে। টুইট করেছেন, "Please I recommend nobody should collect in crowds. My birthday or wherever! Iss baar ka pyaar...thodha door se yaar." যার তর্জমা হলো, "দয়া করে কেউ ভিড় জমা করবেন না, আমার বাড়ির সামনে হোক বা অন্য কোথাও, এবারের ভালোবাসা দূর থেকেই হোক"।

মুম্বই পুলিশ খেয়াল রাখবে যাতে বাড়ির সামনে কোনও জমায়েত না হয়। কিং খানের এই 'আদেশ" সত্যিই বাহাদুরি যোগ্য।

তবে শাহরুখ খানের ফ্যান ক্লাব কিন্তু বিশ্বব্যাপী অনলাইনের মাধ্যমে জন্মদিন পালন করবে বলে জানিয়েছে। শুধু জন্মদিন পালন নয়, সাথে সাথে কিছু দানমূলক কর্মসূচীর আয়োজন করা হয়েছে। ৫৫৫৫ টি পিপিই কিট, ৫৫৫৫ টি স্যানিটাইজার বিতরণ এবং ৫৫৫৫ জন কে খাওয়ানোর আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে। আশা করা হচ্ছে শাহরুখ খান ও ইন্টারনেটের মাধ্যমে এই প্রোগ্রামে অংশগ্রহন করবেন।
নীচে #askSRK এর সম্পূর্ণ টুইট পড়ুন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

ব্রয়লার মুরগি কীভাবে তৈরি করা হয়?

উত্তর:  এটি একপ্রকার সংকর জাতের মুরগি। করনিস জাতের পুরুষ মুরগির সঙ্গে সাদা প্লিমাউথ রক জাতের স্ত্রী মুরগির মিলনে ব্রয়লার মুরগি তৈরি করা হয়...

Popular Posts