ফ্রিজের দুর্গন্ধ কী করে দূর করবেন(How to Remove Bad Odur/Smell from the Fridge?)
দরকার পড়লে বাড়ির বা দোকানের ফ্রিজ অনেক সময়ে বন্ধ করা হয় বেশ কিছুদিনের জন্যে। ফ্রিজ যদি অনেকদিন বন্ধ করে রাখা হয়, তাহলে খাবার বা পানীয় পচে গিয়ে দুর্গন্ধ ছড়ায়। এই দুর্গন্ধ দূর করা অনেক কঠিন হয়ে পড়ে। ফ্রিজ জল বা সাবান দিয়ে পরিষ্কার করে দিলেও দুর্গন্ধ থেকেই যায়।
এই দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় আজকে আলোচনা করবো।
ফ্রিজের দুর্গন্ধ দূর করতে যে উপাদান গুলো লাগবে সেগুলো সাধারণত বাড়িতেই মজুদ থাকে অথবা আশে পাশের দোকানেই পাওয়া যাবে।
এগুলো পুরোপুরি ঘরোয়া, শতভাগ ফলপ্রসূ এবং এক থেকে দু ঘণ্টার মধ্যেই ফলাফল পাওয়া যায়।
তাহলে একে একে দেখে নেওয়া যাক কী কী করতে হবে।
পদ্ধতি ১।
লেবু জলঃ
প্রথমেই ভেজা কাপড়ে হালকা সাবান দেওয়া জল দিয়ে ভালোভাবে মুছে নিন। তারপর হালকা গরম জল করে লেবুর রস দিন। সেই লেবু জল দিয়ে পুরো ফ্রিজের ভেতরের অংশ কোণায় কোণায় হাত দিয়ে মুছে নিন। ফ্রিজের গন্ধ খুব বেশি থাকলে একটা লেবু কেটে টুকরো গুলো ফ্রিজের এদিকে ওদিকে ছড়িয়ে দিন। তারপর ফ্রিজ চালু করে দরজা বন্ধ করে দিন 1 ঘন্টার জন্যে। এর পর যখন ফ্রিজের দরজা খুলবেন, আহা, "লেবুর গন্ধে ঘুম আসেনা, একলা জেগে রই...."
পদ্ধতি ২।
খাবার সোডা বা বেকিং সোডাঃ
রাসায়নিক নাম, সোডিয়াম বাই কার্বনেট। হালকা গরম জলে এই সোডা গুলে নিয়ে একটা পাত্রে ফ্রিজের মধ্যে রেখে দিন। এখন ফ্রিজ চালিয়ে দিন। ঘন্টা খানেক এইভাবে রেখে দিয়ে ফ্রিজ খুলে দেখুন। গন্ধ যদি খুব বেশি থাকে তাহলে কয়েকটা পেপারে একটু একটু করে সোডা ছিটিয়ে দিয়ে আরো এক থেকে দুই ঘন্টা রাখুন। গন্ধ যুক্ত জলীয় বাষ্প শোষিত হয়ে যাবে।
পদ্ধতি ৩।
কফি পাউডারঃ
বাড়িতে কফি পাউডার মজুদ থাকলে কয়েকটা কাগজে একটু একটু করে কফি পাউডার ছড়িয়ে ছিটিয়ে ফ্রিজের এদিকে ওদিকে রেখে দিন এবং ফ্রিজ চালু করে দিন। 1 ঘন্টা মতো রাখার পরে ফ্রিজ খুলে দেখুন। ফ্রিজের সব দুর্গন্ধ দূর হয়ে যাবে এবং কফির সুগন্ধ ছেয়ে থাকবে ফ্রিজের মধ্যে।
পদ্ধতি ৪।
লবঙ্গ ও লেবুর টুকরোঃ
কয়েকটা পাতিলেবু কয়েক টুকরো কেটে নিয়ে প্রত্যেকটা টুকরোতে দুই তিনটি করে লবঙ্গ গুঁজে দিন এবং ফ্রিজ চালু করে ঘন্টা দুয়েক রেখে দিন। এতে ফ্রিজের দুর্গন্ধ দূর হবে এবং সুন্দর ফ্রেশ গন্ধ ছড়িয়ে থাকবে।
উপরোক্ত উপাদান গুলো সহজেই বাড়িতে বা আসে পাশের দোকানে কিনতে পাওয়া যায়। এছাড়াও রান্নার কাজে ব্যবহৃত ভিনেগারে তুলোর বল ভিজিয়ে দিয়ে ফ্রিজের মধ্যে ঘন্টা দুয়েক রেখে দিলেও ফ্রিজের দুর্গন্ধ দূর হয়ে যায়।
অতিরিক্ত টিপসঃ
ফ্রিজের দুর্গন্ধ দূর করার কিছু ফলপ্রসূ অতি সহজ ঘরোয়া পদ্ধতি আমরা জেনে নিলাম। এবার যেটা বলবো সেটা হলো, ফ্রিজে যাতে দুর্গন্ধ না হয় তার ব্যবস্থা করা।
ফ্রিজ বন্ধ করার সময়ে সমস্ত খাবার ও পানীয় বের করে নিন। তারপরে ভেজা কাপড় ও সাবান জল দিয়ে পরিষ্কার কাপড় নিয়ে পরিষ্কার করুন। ফ্রিজের কোণগুলোতে সবজি বা খাবারের কণা লুকিয়ে থাকে যা পচে গিয়ে দুর্গন্ধ ছড়ায়।
ফ্রিজ ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে ঘন্টা খানেকের জন্যে ফ্রিজ চালু করে রাখুন যাতে সমস্ত জল শুকিয়ে যায়। তারপর ফ্রিজ বন্ধ করে দিন।
কয়েকটা কাগজে খাবার সোডা বা কফি পাউডার ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারেন। লেবু বা তরল ভিনেগার রাখতে যাবেন না, কারণ সেগুলো বন্ধ ফ্রিজে পচে গিয়ে গন্ধ ছড়াতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন