এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

99.99 শতাংশ জানেন না WhatsApp-এর এই ফিচারটির ব্যাপারে

সকলেই WhatsApp ব্যবহার করেন। কিন্তু আপনিও  হয়তো WhatsApp-এর এই দারুণ ফিচার বা সুবিধার কথা এখনো জানেন না।

whatsapp image

কোন ফিচারটির কথা বলছি? জেনে নিন এখানে।

আপনি ভাবছেন, এই অতি পরিচিত WhatsApp অ্যাপ্লিকেশনের ব্যাপারে নতুন কিছু জানার নেই?

দাঁড়াও পথিকবর,

জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল।

অনেকে আছেন যারা WhatsApp এ মেসেজ টাইপ না করে রেকর্ডিং পাঠিয়ে দেন। ধরুণ, আপনি অনেকের সামনে বসে আছেন, বা মিটিং এ আছেন, বা এমন পরিবেশে যেখানে জোরে অডিও বাজিয়ে শুনতে পারবেন না এবং দূর্ভাগ্যবশত আপনার কাছে ইয়ারফোন বা হেডফোনও নেই।

কী করণীয়? তৎক্ষণাৎ শুনবেন না? নাকি পরে শুনবেন।

সেই যুগের ইতি অনেককাল আগেই হয়েছে।

আপনাকে যা করতে হবে তা হলো,

১. রেকর্ডিং বা অডিও ফাইলটি ডাউনলোড করুন।অডিও মেসেজ আসার সঙ্গে সঙ্গেই WhatsApp এর মধ্যে নিজে থেকেই ডাউনলোড হয়ে যায়।

audio recorded sample photo

২. ডাউনলোড হয়ে গেলে, প্লে (▶) বাটনে ক্লিক করে সঙ্গে সঙ্গে কানে ধরুন(ফোনে কথা বললে যেভাবে ফোন কানের কাছে ধরতে হয়)। এরকম করলে অডিও বা রেকর্ডিং মেসেজ Loud Speaker-এ না বেজে ফোনকলের ডিফল্ট Speaker-এ বাজবে যেটা শুধু আপনিই শুনতে পাবেন।

সময়ে অসময়ে এই সুবিধাটি অনেক কাজে লাগবে।

আরো কিছু জানতে চান? পড়তে থাকুন আমাদের ব্লগ sohojpaath.blogspot.com। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

ব্রয়লার মুরগি কীভাবে তৈরি করা হয়?

উত্তর:  এটি একপ্রকার সংকর জাতের মুরগি। করনিস জাতের পুরুষ মুরগির সঙ্গে সাদা প্লিমাউথ রক জাতের স্ত্রী মুরগির মিলনে ব্রয়লার মুরগি তৈরি করা হয়...

Popular Posts