যে সমস্ত ফ্রি মেসেজিং সার্ভিস আজকাল প্রচলিত তার মধ্যে WhatsApp অন্যতম। শুধু ফ্রি মেসেজিং সার্ভিস নয়, অ্যাপ্লিকেশনটি ব্যবহার করাও অত্যন্ত সহজ। মুহূর্তের মধ্যেই আপনার ফোনের Contact এ থাকা বন্ধুদের টেক্সট মেসেজ, ফটো, ভিডিও, লিঙ্ক এমনকি অডিও রেকর্ডিং শেয়ার করতে পারেন। শুধু তাই নয়, মুহূর্তের মধ্যে অনলাইন অডিও বা ভিডিও কল ও করতে পারেন।
এতো সহজ একটি মেসেজিং অ্যাপ্লিকেশন ফোনের মধ্যে না থাকলেই নয়। আর আপনি যদি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার সহজ পদ্ধতি জানতে চান, তাহলে কিন্তু সঠিক জায়গায় এসে পড়েছেন। চলুন দেখে নেওয়া যাক, কয়েকটি ছোটো স্টেপের মাধ্যমে আমরা কীভাবে একটা WhatsApp ID বা WhatsApp এ একাউন্ট খুলতে পারি।
১। গুগল প্লেস্টোরে গিয়ে WhatsApp অ্যাপ্লিকেশনটি ইন্সটল করুন। Android ফোনের জন্যে এখানে লিঙ্ক দেওয়া হলঃ Playstore: WhatsApp
২। অ্যাপ্লিকেশনটি ইন্সটল হয়ে গেলে Open করুন।
৩। তারপরে 'Welcome to WhatsApp" পেজ খুললে Agree and Continue করুন।
৪। এরপরে আবার Continue প্রেস করুন।
৫। এই স্টেপে Allow ক্লিক করুন। এতে ফোনের মিডিয়া ও Contact Access করার অনুমতি দেওয়া হয়।
৬। এবার আপনাকে আপনার ফোন নাম্বার verify করতে হবে। আপনি নিজের দেশ সিলেক্ট করে সেখানে ফোন নাম্বার দিন এবং "Next" প্রেস করুন।
৭। আপনার ফোনে একটি verification code বা OTP আসবে। সেটি দিয়ে Verify করুন।
ব্যস আপনার WhatsApp ID এবার তৈরী।
এখন আপনার ফোনের Contact এ যারা WhatsApp ব্যবহার করে থাকে তাদের নাম দেখতে পাবেন এবং তাদেরকে সঙ্গে সঙ্গে মেসেজ, ভিডিও এমনকি অডিও রেকর্ডিং পাঠাতে পারবেন।
টিপসঃ
১। পরবর্তীকালে কেউ আপনার WhatsApp ID জানতে চাইলে তাকে শুধু আপনার ফোন নাম্বারটি দিয়ে দিন। আপনার ফোন নম্বর সেভ করলেই আপনাকে এই অ্যাপ্লিকেশন দ্বারা আপনাকে মেসেজ করতে পারেন।
২। কোনো Contact বা গ্রুপে যদি ভুল করে কোনো মেসেজ পাঠিয়ে দিয়ে থাকেন তাহলে ১ ঘণ্টার মধ্যে সেই মেসেজ/ছবি/ফাইল আপনি ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করতে হলে সেই ফাইলের উপর লং প্রেস করুন। উপরের সারিতে একটা ডাস্টবিনের মতো ডিলিট বাটন আসবে। সেখানে ক্লিক করলে, "Delete for everyone" এবং "Delete for me" অপশন আসবে। প্রথম অপশন সিলেক্ট করলে সবার কাছ থেকেই মেসেজ বা ফাইল ডিলিট হয়ে যাবে।
৩। কেউ আপনাকে মেসেজ বা কলের মাধ্যমে বিরক্ত করলে আপনি Contact এর উপরের ডানদিকের তিনটে ফোটাতে ক্লিক করে More অপশনে গিয়ে তাকে ব্লক করতে পারেন। তাহলে সে আর আপনাকে মেসেজ করতে পারবে না। দরকার হলে সেখান থেকেই Unblock করতেও পারেন।
WhatsApp সম্বন্ধে আরও টিপস ও ট্রিকস জানতে পড়তে থাকুন আমাদের ব্লগ। অ্যাপ্লিকেশনটি ইন্সটল করতে সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন