এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

Sitemap কী? কীভাবে ব্লগ বা ওয়েবসাইটের Sitemap যোগ করবো?

সংক্ষেপে Sitemap বলতে গেলে ওয়েবসাইটের ম্যাপ বলতে পারেন। সাইট ম্যাপে ওয়েবসাইট বা ব্লগের যতগুলো পেজ, ভিডিও বা অন্যান্য ফাইল আছে সেগুলোর লিস্টিং করা থাকে। গুগল যখন আপনার সাইট বা ব্লগ ভিজিট করতে আসে তখন সাইটম্যাপ অনুসরণ করে। অর্থাৎ আপনার ওয়েবসাইটে কোন নতুন তথ্য যোগ হল কিনা, কোন নতুন পেজ খুলল কিনা সেগুলো দেখার জন্যে সাইটম্যাপের ব্যবহার হয়ে থাকে গুগল বা সেই জাতীয় সার্চ ইঞ্জিনের পক্ষ থেকে। এই সমস্ত তথ্য যোগাড় ও বিশ্লেষণ করে সার্চ ইঞ্জিনগুলো ওয়েবসাইটের র‍্যাঙ্কিং করে থাকে। তাই কোন ওয়েবসাইটের পারফরমেন্স বা সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্কিং সাইটম্যাপের উপরও নির্ভর করে থাকে। 
যদিও গুগল নিজের ওয়েবসাইটে বলেছে কোনো ওয়েবসাইটের পেজ সংখ্যা ৫০০ এর কম হলে সাইট ম্যাপের দরকার পড়েনা, তবুও অনেক অভিজ্ঞ ব্লগার নতুন ওয়েবসাইটের সাইটম্যাপ তৈরি করে সাবমিট করে রাখার উপদেশ দিয়ে থাকেন।  

এই পোস্টে দেখে নেবো কীভাবে আপনার তৈরি ওয়েবসাইটে বা ব্লগের সাইট ম্যাপ তৈরি করে সাবমিট করবেন বা জমা দেবেন। 

ব্লগস্পটের জন্যেঃ 

১। গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে গিয়ে এই URL দিন https://search.google.com/search-console/about। নীচের পেজটি দেখতে পাবেন। এখন Start Now বাটনটি ক্লিক করুন ।
Photo: Start Now


২।  লগইন বা সাইন ইনের পেজটি এলে আপনার জিমেইল আইডি দিয়ে লগইন করুন।
Photo: Sign In
৩। লগইন করার পর এইরকম একটি পেইজ দেখতে পাবেন। এখন বামদিকের উপরে চিহ্নিত জায়গায় ক্লিক করুন। এখান থেকে একটি মেনু খুলে আসবে। আপনি যদি কম্পিউটার ব্যবহার করেন তাহলে লগইন করার পরেই অপশন গুলো দেখতে পাবেন। 

Photo: Search Console



৪। এবার নিচের মেনু লক্ষ করুন এবং Sitemaps অপশনে ক্লিক করুন। 
Photo: Site Map


৫। এখন নিচের ছবি অনুসরণ করে, আকাশি নীল বাক্সের মধ্যে, যেখানে "Add A new sitemap" লেখা আছে তার নিচে আপনার ওয়েবসাইট লিঙ্ক paste করুন এই ফরম্যাটে। 
https://www.sohojpaath.blogspot.com/sitemap.xml, এখানে খেয়াল করুন ওয়েবসাইটের সম্পূর্ণ নামের পরে একটা ' / ' চিহ্ন দিয়ে sitemap.xml অংশটি যুক্ত আছে। আমার ওয়েবসাইট বা ব্লগের সম্পূর্ণ নাম https://www.sohojpaath.blogspot.com। এখানে https:// এই অংশটুকুও খুব গুরুত্বপূর্ণ। উপরোক্ত ফরম্যাটে ওয়েবসাইটের  লেখার পরে "Submit" বাটনে ক্লিক করুন। কিছুক্ষণ পর "Sitemap submitted successfully" দেখতে পাবেন । এখানে আরেকটা মেসেজ দেখা যাচ্ছে এখানে আরেকটা মেসেজ দেখা যাচ্ছে যেখানে  বলা হয়েছে, গুগল এই Sitemap মাঝে মাঝেই পর্যবেক্ষণ করবে ওয়েবসাইটে নতুন কিছু সংযোজন হয়েছে কিনা দেখার জন্যে এবং ভবিষ্যতে কোনো ভুলভ্রান্তি হলে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।
Photo: Site Map Submitted Successfully
৬। "Got it" অপশনে ক্লিক করে মেসেজ বক্স বন্ধ করুন। মেসেজ বক্সটি বন্ধ হলে নিচের ছবির মতো কিছু তথ্য দেখতে পাবেন, যেখানে ওয়েবসাইটের পেইজের সংখ্যা, লাস্ট আপডেটের তারিখ এবং "Sitemap processed successfully" মেসেজ দেখতে পাবেন। 
Photo: Discovered URLs(1)
এখন আর চিন্তা করার কিছু নেই। নিশ্চিন্তে নতুন নতুন ব্লগ পোস্ট করতে থাকুন। Sitemap নিজে থেকেই আপডেট হতে থাকবে এবং গুগল নিজে থেকেই নতুন নতুন পেইজ বা লেখা  Sitemap থেকে খুঁজে বের করে পেজ র‍্যাঙ্কিং করতে সাহায্য করবে। 
উপরোক্ত সেটিংস করতে কোন সমস্যা হলে কমেন্ট করুন। দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।



1 টি মন্তব্য:

Featured Post

ব্রয়লার মুরগি কীভাবে তৈরি করা হয়?

উত্তর:  এটি একপ্রকার সংকর জাতের মুরগি। করনিস জাতের পুরুষ মুরগির সঙ্গে সাদা প্লিমাউথ রক জাতের স্ত্রী মুরগির মিলনে ব্রয়লার মুরগি তৈরি করা হয়...

Popular Posts