এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

কঠিন পদার্থ কাকে বলে? কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলি কী কী?

উত্তর

কঠিন পদার্থ (Solid) : 

সাধারণ অবস্থায় যে সকল পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে এবং যাদের আকার পরিবর্তন করার সময় বাধা দেয়, তাদের কঠিন পদার্থ বলে। 

উদাহরণ : লোহা, কাঠ, কয়লা ইত্যাদি।

কঠিন পদার্থের বৈশিষ্ট্য :

  • নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় কঠিন পদার্থের আকার ও আয়তন সর্বদা নির্দিষ্ট থাকে।
  • কঠিন পদার্থ দৃঢ় হওয়ায় বাইরে থেকে উপযুক্ত পরিমাণ বল প্রয়োগ না করলে কঠিন পদার্থের আকার বা আয়তনের বিশেষ কোনো পরিবর্তন হয় না।
  • তাপপ্রয়োগে কঠিন পদার্থ প্রমাণ চাপে একটি নির্দিষ্ট তাপমাত্রায় (গলনাঙ্ক) গলতে থাকে।
  • সাধারণ তাপমাত্রায় কঠিন পদার্থ গ্যাসের ন্যায় ছড়িয়ে পড়ে না। ব্যতিক্রম—আয়োডিন, ন্যাপথলিন, কর্পূর।
  • সাধারণ চাপ ও তাপমাত্রায় কিছু কঠিন পদার্থ নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিবিশিষ্ট, অর্থাৎ, নিয়তাকার (যেমন—খাদ্যলবণ, ফটকিরি, তুঁতে, বরফ ইত্যাদি)।
  • কিছু কঠিন পদার্থ সাধারণ তাপমাত্রায় নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিবিশিষ্ট নয়, অর্থাৎ, অনিয়তাকার (যেমন—কাচ, চক, পিচ ইত্যাদি)।
  • পদার্থের অণুগুলির মধ্যবর্তী আকর্ষণ বল খুব বেশি হওয়ায় আন্তরাণবিক ফাক খুবই কম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

ব্রয়লার মুরগি কীভাবে তৈরি করা হয়?

উত্তর:  এটি একপ্রকার সংকর জাতের মুরগি। করনিস জাতের পুরুষ মুরগির সঙ্গে সাদা প্লিমাউথ রক জাতের স্ত্রী মুরগির মিলনে ব্রয়লার মুরগি তৈরি করা হয়...

Popular Posts