হীরক চকচকে ও কঠিন হলেও অধাতু ব্যাখ্যা করো।
হীরক চকচকে ও কঠিন হলেও অধাতু। কারণ -
- হীরক তড়িতের কুপরিবাহী ও আম্লিক অক্সাইড (CO2) উৎপন্ন করে।
- লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না।
হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক হলেও ধাতু নয় কেন?
হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক হলেও ধাতু নয়, কারণ—
- ঘরের উষ্ণতায় এটি গ্যাস।
- এটি তাপ ও তড়িতের কুপরিবাহী।
- অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে প্রশম অক্সাইড (H2O) উৎপন্ন করে।
- অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন