এই ব্লগটি সন্ধান করুন
বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
"হীরে চুম্বন করলে মানুষের মৃত্যু হয়" - এই কথাটি কতটা যুক্তিযুক্ত?
বুধবার, ২৬ মে, ২০২১
গুগল ড্রাইভ(Google Drive) কী? গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করব?
আসলে গুগল ড্রাইভ হলো গিয়ে গুগল প্রদত্ত অনলাইন স্টোরেজ, যেটা আপনার জিমেইলের সাথে সংশ্লিষ্ট থাকে। আমরা যখন Gmail এ নতুন মেইল আইডি খুলি তখন 15GB এর একটা অনলাইন স্টোরেজ ফ্রি দেওয়া হয় সেই অ্যাকাউন্টের সাথে, যেটা গুগল ড্রাইভ(Drive) হিসেবে আপনাকে আপনার ফোনে দেখাবে। এই ড্রাইভে আপনার ফোনের মিডিয়া অর্থাৎ, ছবি, ভিডিও ইত্যাদি রাখতে পারেন।
মোদ্দা কথা এই যে, এই 15GB আপনি ফ্রি পাচ্ছেন গুগলের তরফ থেকে যেখানে আপনি আপনার ফোনের জিনিসপত্র রাখতে পারছেন। গুগল ড্রাইভ ফোনের মেমোরি চুরি করে না, উপরন্তু একটা মেইল আইডির গুগল ড্রাইভ আপনার ফোনের মেমোরি 15GB বাড়িয়ে দেয়।
যেখানে অ্যাপলের আইফোন মাত্র 5 GB iCloud(অ্যাপলের অনলাইন স্টোরেজ) ফ্রি দেয়, সেখানে গুগল 15 GB ফ্রি দেয়। যদি আপনার 15GB এর বেশি দরকার হয়, আপনার ফোনের গুগল ড্রাইভ বা জিমেইল অ্যাপ্লিকেশনে আরেকটি জিমেইল অ্যাকাউন্ট যুক্ত করুন।
ফোনের ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনে দেখতে পারেন গুগল ড্রাইভের স্টোরেজ। লক্ষ্য করুন ফোনের ইন্টার্নাল স্টোরেজের পাশাপাশি আরও অনেকগুলো ড্রাইভের স্টোরেজ দেখাচ্ছে।
Featured Post
ব্রয়লার মুরগি কীভাবে তৈরি করা হয়?
উত্তর: এটি একপ্রকার সংকর জাতের মুরগি। করনিস জাতের পুরুষ মুরগির সঙ্গে সাদা প্লিমাউথ রক জাতের স্ত্রী মুরগির মিলনে ব্রয়লার মুরগি তৈরি করা হয়...

Popular Posts
-
তড়িৎ প্রবাহমাত্রা (Electric Current) তড়িৎচালক বলের প্রভাবে কোনাে পরিবাহীর মধ্য দিয়ে রক্ত ইলেকট্রনের নিরবচ্ছিন্ন প্রবাহই হল তড়িৎপ্রবাহ।...
-
উত্তর: থার্মোফ্লাস্ক (Thermoflask) একটি যন্ত্রব্যবস্থা, যার দ্বারা কোনো তরল পদার্থের উষ্ণতা দীর্ঘসময়ের জন্য অপরিবর্তিত রাখা যায়। বিশেষভাব...
-
উত্তর: বিকিরণ (Radiation): যে পদ্ধতিতে জড় মাধ্যমের সাহায্য ছাড়াই বা মাধ্যম থাকলেও সেই মাধ্যমকে উত্তপ্ত না করে তড়িৎচুম্বকীয় তরঙ্গরূপে এক ...