এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

১ জিবি (GB) সমান ১০০০ বা ১০৫০ এমবি (MB) না হয়ে ১০২৪ এমবি (MB) হলো কেন?

Photo: GB and Byte Relation
১ GB সমান ১০০০ MB। এটাই সত্যি।
যেখানে GB মানে গিগাবাইট। MB হলো মেগা বাইট। 
দাঁড়ান দাঁড়ান, মারতে আসবেন না। একটু বলতে দিন। 
আচ্ছা, কোথাও কি খেয়াল করেছেন, ডিজিটাল স্টোরেজ সাইজ হিসেবে GiB বা MiB দেওয়া থাকে। আপনি হয় তো সেটাও গিগাবাইট বা মেগা বাইট পড়েছেন। আসলে ওটা হলো গিয়ে জিবিবাইট এবং মেবিবাইট, যথাক্রমে। 
এবার এই দুটো রাশির মধ্যে সম্পর্ক হলো। 
১ GiB = ১০২৪ MiB। 
একই ভাবে, ১ MiB = ১০২৪ KiB। KiB হলো কিবি বাইট। 
গুগল কনভার্টারের একটা স্ক্রিনশট দিলে বিশ্বাস করবেন হয়তো।এবার যদি মনে হয় ১ GiB = ১০২৪ MiB হলো কেন, তাহলে বলা যায় ওটা একটা প্রচলন। 

যেহেতু মেট্রিক পদ্ধতিতে 10³ = 1000 কে "কিলো" ধরা হয়েছে, তাই তার সাথে সামঞ্জস্য রাখতে 1000 বাইটকে(B) 1 কিলোবাইট(KB) ধরা হয়েছে। 
অর্থাৎ 1KB = 1000 Byte 
1 MB = 1000 KB = 1000000 Byte 

কিন্তু যেহেতু কম্পিউটার শুধুমাত্র ২ টো অঙ্ক বোঝে, ০ এবং ১, তাই সমস্ত মান ২ এর ঘাত হিসেবে প্রকাশ করা হয়ে থাকে। এই হিসেবকে মেট্রিক পদ্ধতির সাথে না গুলিয়ে, International Electrotechnical Commission - কর্তৃক আলাদা ভাবে KiB বা MiB বা GiB দেওয়া হয়েছে। 
অর্থাৎ 1KiB = 1024 B 
1 MiB = 1024 KiB = 1024*1024 B = 1048576 Byte 

ধারণা পরিষ্কার করার জন্যে আরেকটা ছবি দিই।
Photo: GB and Byte Relation Table






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

ব্রয়লার মুরগি কীভাবে তৈরি করা হয়?

উত্তর:  এটি একপ্রকার সংকর জাতের মুরগি। করনিস জাতের পুরুষ মুরগির সঙ্গে সাদা প্লিমাউথ রক জাতের স্ত্রী মুরগির মিলনে ব্রয়লার মুরগি তৈরি করা হয়...

Popular Posts