বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

মানবদেহে অবস্থিত জনন গ্রন্থিগুলির নাম, অবস্থান ও তাদের ক্ষরিত পদার্থগুলির নাম লেখো।

মানবদেহে অবস্থিত জনন গ্রন্থিগুলির নাম, অবস্থান ও তাদের ক্ষরিত পদার্থগুলির নাম লেখো।

উত্তর মানবদেহে অবস্থিত জননগ্রন্থিগুলি হল—
(i) পুরুষদেহে একজোড়া শুক্রাশয়
(ii) স্ত্রীদেহে একজোড়া ডিম্বাশয়৷

জননগ্রন্থির অবস্থান:
  • পুরুষদেহে দেহগহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে শুক্রাশয় দুটি প্রলম্বিত অবস্থায় থাকে।
  • স্ত্রীদেহে শ্রোণিগহ্বরে দুটি ডিম্বাশয় জরায়ুর দুপাশে অবস্থান করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন