মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

আকার ও অবস্থান অনুসারে সৌরজগতের ধারণা

সৌরজগতের বড় বড় গ্রহগুলো দূরে অবস্থিত একথা ঠিক নয়। সূর্য থেকে আসতে আসতে দূরে গেলে যে ক্রম আমরা পাই সেটা হল, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। যদিও বর্তমানে প্লুটোকে গ্রহের পর্যায়ে ধরা হয়না, কারণ এর আকার অন্যান্য গ্রহের তুলনায় অনেক ছোটো। একে বরং বামন গ্রহ বা Dwarf Planet বলা হয়।

যাই হোক, আকারের ক্রম অনুসারে ছোটো থেকে বড় সাজালে যে ক্রম আমরা পাই তা হলো,

প্লুটো, বুধ, মঙ্গল, শুক্র, নেপচুন, পৃথিবী, ইউরেনাস, শনি, বৃহস্পতি

পৃথিবীর তুলনায় কোন গ্রহ কতটুকু বড়ো বা ছোটো এবং প্রত্যেকটি গ্রহের আনুমানিক ব্যাস নীচে দেওয়া হলো।


গ্রহের নাম ব্যাস পৃথিবীর কত গুণ
প্লুটো(Pluto) (বামন গ্রহ) ব্যাস = 4879.4 কিমি পৃথিবীর আকারের 0.38 গুণ
মঙ্গল(Mars) ব্যাস = 6787 কিমি পৃথিবীর আকারের 0.53 গুণ
শুক্র(Venus) ব্যাস = 12,104 কিমি পৃথিবীর আকারের 0.95 গুণ
পৃথিবী(Earth) ব্যাস = 12,756 কিমি পৃথিবীর আকারের 1.00 গুণ
নেপচুন(Neptune) ব্যাস = 49,528 কিমি পৃথিবীর আকারের 3.88 গুণ
ইউরেনাস (Uranus) ব্যাস = 51,118 কিমি পৃথিবীর আকারের 4.00 গুণ
শনি(Saturn) ব্যাস = 120,660 কিমি পৃথিবীর আকারের 9.45 গুণ
বৃহস্পতি(Jupiter) ব্যাস =142,800 কিমি পৃথিবীর আকারের 11.2 গুণ
অবস্থান ও আকার অনুযায়ী সৌরজগতের বিভিন্ন গ্রহ উপগ্রহের চিত্র।

Photo: Solar System

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন